Monday, October 24, 2016

ANNOUNCEMENT


International Turkish Hope School and its Management Committee have noticed news in some newspapers involving the school, and/or its management committee with some political, ideological and geopolitical views. The school would like to clarify its position about the above, as follows:
The objective of the International Turkish Hope School is solely to carry out educational activities and to build its students as educated human beings with moral, social and cultural values and the school has no connection with any geopolitical or political or ideological issue/s or has no scope to have any connection with any person or organization/s with any political or ideological philosophy.
Any statement or declaration passed out by any person, or any organization, or representative of any organization or any country, or from any other point whatsoever regarding the operation or activities of this school, it should be taken as unlawful, immoral, unethical and interfering in the internal affairs of Bangladesh.
We again want to make it very clear that, this school has no scope to be part of any political or geopolitical or any ideological issue/s, and ITHS is strongly rejecting any such allegation implying relationship with anything such or with any such person or organization/s.
Therefore, as because any such baseless and/or intentional statement and the news covering it, directly and negatively affect the reputation, operation and educational environment of the school, ITHS is hereby humbly requesting to all concerned not to please inspire any rumour to be spread about a reputed educational institute of Bangladesh, which must be counted as a country asset of Bangladesh by itself.

We would like to respectfully make this announcement to the Public.


ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল এবং এর পরিচালনা পর্ষদ লক্ষ্য করেছে যে বিভিন্ন খবরের কাগজে এই স্কুল এবং/অথবা এর পরিচালনা পর্ষদ’ কে রাজনৈতিক, মতাদর্শিক এবং ভূরাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত করে খবর প্রকাশিত হয়েছে। এতদ্বারা এ বিষয়ে স্কুল নিজ অবস্থান তুলে ধরছে:

ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল এর উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এবং এর শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে শিক্ষিত করে তোলা; এবং কোনরকম কোন রাজনৈতিক, ভূরাজনৈতিক বা মতাদর্শিক কোন বিষয়ের সাথে এই স্কুল বা স্কুলের পরিচালনা পর্ষদের কারও কোন সম্পৃক্ততা নাই অথবা তদসংক্রান্ত কোন ব্যক্তি বা সংগঠনের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক থাকার কোন সুযোগ নাই।

কোন ব্যক্তি দ্বারা বা প্রতিষ্ঠান দ্বারা বা কোন প্রতিষ্ঠানের অথবা অন্য কোন দেশ এর প্রতিনিধির দ্বারা, বা অন্য যে কোন জায়গা থেকে যদি এই স্কুল এর পরিচালনা বা কার্যক্রম সম্পর্কে কোন ধরনের কোন মন্তব্য বা ঘোষনা করা হয়ে থাকে তবে তা সম্পূর্ণভাবে বেআইনি, রীতি বহির্ভূত, অনৈতিক এবং বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বলে গণ্য হওয়া উচিৎ।

আমরা আবারও পরিস্কার করে বলতে চাই যে, কোনরকম কোন রাজনৈতিক, ভূরাজতিক বা মতাদর্শিক কোন বিষয় বা ব্যক্তি বা সংগঠন এর অংশ হবার বা তদরূপ কোন কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকার কোন সুযোগ অত্র বিদ্যালয়ের নাই, অতএব এতদ্বারা এ ধরনের যে কোন মন্তব্য বা অভিযোগ ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল দৃঢ়ভাবে প্রত্যাক্ষান করছে।

এক্ষণে, যেহেতু উপরোল্লিখিত যে কোন ধরনের ভিত্তিহীন কিংবা উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য এবং তদসংক্রান্ত পরিবেশিত খবর, বাংলাদেশেরই সম্পদ এই স্বনামধন্য বিদ্যালয়টির সুনাম, কার্যক্রম এবং শিক্ষার পরিবেশকে সরাসরি এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে, অতএব এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে দয়া করে এ ধরনের কোন গুজব প্রচার’কে উৎসাহিত না করার জন্য ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল এবং এর পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

মোঃ শাহরিয়ার বিন মোখলেস
বিভাগীয় প্রধান
সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক বিভাগ